মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :আর কয়েকদিন পর পবিত্র ঈদুল আযহা। ইতিমধ্যে কোরবানির পশুর হাটগুলোতে পশু কেনা-বেচা শুরু হয়েছে। আর এবার কোরবানির পশু জবাই নিশ্চিত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। নগরের পরিবেশ সুস্থ রাখার স্বার্থে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিত করতে স্থান চূড়ান্ত করেছে। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে ১৩৫টি স্থান নির্ধারন করে দেওযা হয়েছে পশু জবাই দেওযার জন্য। বরিশাল সিটি এলাকায় এ বছর ৫১টি স্থানে পশুর হাট বসছে। আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিকিকিনি শুরু হবে ঈদের তিন দিন আগে।
এরই মধ্যে এসব হাটে গরু আনাও শুরু হয়ে গেছে। এখন জমে ওঠার অপেক্ষা। সিটি করপোরেশনে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য গত ২৩ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এরপর ২৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সব সভার সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশনগুলোতে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেওয়া হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪৩, রাজশাহী সিটিতে ২১০, চট্টগ্রাম সিটিতে ৩১৪, খুলনা সিটিতে ১৬৩, বরিশাল সিটিতে ১৩৫, সিলেট সিটিতে ৩৬, নারায়ণগঞ্জ সিটিতে ১৮৩, কুমিল্লা সিটিতে ১৯০, রংপুর সিটিতে ৯৯ ও গাজীপুর সিটিতে ৪৪৩টি স্থান রয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে মোট ২২টি কুরবানির পশুর হাট বসবে। এর মধ্যে গাবতলী হাট স্থায়ী, বাকিগুলো অস্থায়ী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহায় এবার সারাদেশে কুরবানিযোগ্য ১ কোটি ১৬ লাখ গবাদিপশু রয়েছে। তার মধ্যে গরু-মহিষ ৪৪ লাখ ৫৭ হাজার। ছাগল-ভেড়ার সংখ্যা ৭১ লাখ। এদিকে, গত বছর কুরবানিযোগ্য গবাদিপশু ছিল ১ কোটি ৪ লাখ ২২ হাজারের বেশি।
তবে এবছর কুরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গরু-মহিষের সংখ্যা প্রায় ২৯ লাখ ২০ হাজার, ভেড়া ও ছাগল ১৮ লাখ ২৬ হাজার। বাকিগুলো অনুৎপাদনশীল গরু-মহিষ ও ছাগল-ভেড়া।
Leave a Reply