সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ১ নং ওয়ার্ড কাউনিয়ায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতের উদ্ধার করে বরিশাল সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কাউনিয়া বিসিক পোল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় সোহরাব মিয়ার ছেলে রাসেল ও কাউনিয়া বিসিক এলাকার পুলিশ কামালের পুত্র সম্পদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাসেল তার সহযোগিদের নিয়ে সম্পদ গ্রুপের একজনের উপর হামলা চালায়।
এতে একজনের মাথা ফেটে যায়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে স্থানীয়রা পুলিশের সহায়তায় সালিশ মিমাংসা করে দেন। এরই জের ধরে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাবের তিন পুত্র রাসেল, ইমন ও মামুনসহ অন্তত ৩০/৩৫ জন সন্ত্রাসী গ্রুপ একত্রিত হয়ে পুলিশ কামালের পুত্র সম্পদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রাসেলের দায়ের কোপে সম্পদ রক্তাক্ত জখম হয়।
সম্পদের বন্ধুরা তাকে উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যায়। সম্পদের মাথায় ৫টি সেলাই লেগেছে। খবর পেয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম একদল ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিস্তারিত আসছে…
Leave a Reply