বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকার ভুল সংশোধন ও হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে। সংশোধিত তালিকা প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হবে।
ইসি নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম সোমবার (১৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা অনুযায়ী ২০০৭ সালের ৩১ অক্টোবরের পূর্বে ভোটারের যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
খসড়া তালিকা ১ নভেম্বর প্রকাশিত হবে। ভোটাররা ১৬ নভেম্বর পর্যন্ত তাদের দাবিদাওয়া বা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবে। ১৭ নভেম্বর এসব অভিযোগ নিষ্পত্তি করা হবে এবং ১৮ নভেম্বর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন, এবং হিজড়া ভোটার ১,২৩০ জন। ইসি আশা করছে সংশোধনকারী কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকা যথাযথ ও স্বচ্ছভাবে চূড়ান্ত করা সম্ভব হবে।
সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও নির্ভুল ও গণতান্ত্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply