মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নুরুল হুদা বলেন, ১৪ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। এত বড় একটা নির্বাচনে এগুলোকে উড়িয়ে দেয়া যায় না। হয়তো সংঘাত হচ্ছে বা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু হবে।
Leave a Reply