শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২৫ সেশনের নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী ও ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।” তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারগুলো শিক্ষার মানোন্নয়নে যথাযথ বাজেট বরাদ্দ দেয়নি এবং তরুণ সমাজকে মাদকাসক্ত ও সন্ত্রাসের দিকে ঠেলে দিয়েছে।
তিনি শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কার ও নৈতিকতা সম্মৃদ্ধ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ছাত্রশিবির পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মো. রায়হান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি শেখ নেয়ামুল করিম ও সগীর বিন সাঈদ, সাবেক শিক্ষা সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান ফারুক, বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল পলিটেকনিকের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবী, ইসলামী ছাত্র আন্দোলন পলিটেকনিক শাখার সভাপতি জহিরুল ইসলাম জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে বরিশাল মহানগর ও পলিটেকনিক ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply