শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও নাটক প্রচারের হিড়িক পড়েছে! বিষয়টিকে ইতিবাচক দেখছেন অনেকেই। ডিজিটাল মিডিয়ার এই সময়ে দর্শকের কথা বিবেচনা করে বরাবরের মতো এবারও চ্যানেল আইয়ের ইউটিউবেও নতুন নাটক, টেলিফিল্ম ও বিশেষ অনুষ্ঠানের ছড়াছড়ি।
তারই ধারাবাহিকতায় টেলিভিশনে সম্প্রচারের পর পরেই চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হচ্ছে নতুন নতুন কন্টেন্ট। এরইমধ্যে ইউটিউবে দেয়ার পর পর বেশ সাড়া ফেলেছে ঈদুল আযহার দিনে টেলিভিশনে সম্প্রচার হওয়া টেলিফিল্ম ‘মিঠাই মন্ডা’।
ইরফান সাজ্জাদ ও মেহজাবিন অভিনীত টেলিছবিটি একটি গ্রামের দুটি প্রভাবশালী পরিবারের গল্প। ওই দুই পরিবারের ছেলে-মেয় শহরে লেখাপড়া করে। তাদের প্রেম-সংঘাত নিয়েই টেলিফিল্মটি। ‘মিঠাই মন্ডা’ রচনা করেছেন ড. মইনুল খান। পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। ইরফান সাজ্জাদ ও মেহজাবিন চোধুরী ছাড়াও নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, হিমি হাফিজ প্রমুখ।
ইউটিউবে মুক্তি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, টেলিভিশনের চেয়ে ইউটিউবে নাটক বেশি দেখে। ইউটিউব থেকে ফিডব্যাক বেশি আসে। কারণ, মানুষ এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। টিভিতে তারা খুঁজে খুঁজে স্বল্প বিরতির নাটকগুলো দেখে। অথবা বিজ্ঞাপন ফ্রি কাজগুলো দেখে। এরপর ইউটিউবে প্রকাশ হওয়ার পর বেশি দেখছে।https://www.youtube.com/watch?v=6bSTMbH9aqM
Leave a Reply