বুধবার, ২১ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পুলিশের অভিযানে প্লাস্টিকের ড্রামে লুকানো ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম নয়ন তালুকদার (১৯)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
বুধবার (২১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার। তিনি জানান, গত মধ্যরাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বানারীপাড়ার উদ্দেশ্যে যানবাহনের অপেক্ষায় থাকা এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে এয়ারপোর্ট থানার এসআই মো. তারিকুজ্জামান ও এএসআই মো. আজমল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। তার সঙ্গে থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি পলিথিনে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল।
পুলিশ জানায়, আটক নয়নের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় আবারও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি জাকির শিকদার বলেন, “এ ধরনের মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। জনগণ সহযোগিতা করলে আরও সফলভাবে মাদকবিরোধী কার্যক্রম চালানো সম্ভব হবে।”
আটক নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। বরিশালে নিয়মিত মাদকের চালান ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
Leave a Reply