সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের জীব দলন গ্রামে ২নং ওয়ার্ডে মৃত মোতালেব হাওলাদারের পুত্র মোঃ ফজলুর রহমান ও আলমগীর হোসেন রাসেল কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরোজমিনে গিয়ে জানা যায়বলে দীর্ঘদিন যাবত মোঃ ফজলুর রহমান এর সাথে একই বাড়ির মোঃ হুমায়ুন কবিরের সাথে জমি নিয়ে বিরোধ থাকে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় ৫ ৩০মিনিটে তার নিজ বাড়ির সামনে মোঃ হুমায়ুন কবির ও তার সাথে আরো ৪জন থাকে একপর্যায়ে মোঃ ফজলুর রহমানের সাথে কথার কাটাকাটি হয়।
ঐ সময় (১)মোঃ হুমায়ুন কবির(২)মোঃশুভ (৩)মোঃ সান্ত(৪)মোঃ লিয়া (৫)মোঃ সেলিম হাং এই ৫জনে মোঃ ফজলুর রহমান ও আলমগীর হোসেন রাসেল কে এলোপাতাড়ি পেটানো শুরু করে ।
পরে মোঃ হুমায়ুন কোবির দৌড় দিয়ে তার নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে মোঃ ফজলুল রহমানের মাথায় আঘাত করে, তখন মোঃ আলমগীর হোসেন রাসেল চিৎকার দেয় শুনে বাড়ি ও এলাকার লোকজন আসে লোকজোন দেখে মোঃ হুমায়ুন কবির ও তার সাথে থাকা লোকজন পালিয়ে যায়। মোঃ ফজলুর রহমানকে তার স্বজনরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply