রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ ঝিমিয়ে পড়েছে পিরোজপুর বিএনপি। বেশ কিছুদিন ধরে কর্মসূচি ও শক্ত নেতৃত্ব না থাকায় নেতাকর্মীদের আস্থা হারাচ্ছে দলটি। দু:সময়ে নেতাকর্মীদের পাশে না থাকা, সাংগঠনিক স্থবিরতা, দলীয় কোন্দল, মেয়াদোত্তীর্ণ কমিটি, করোনা পরিস্থিতি বিএনপির জন্য সৃষ্টি হয়েছে এক গ্যারাকল। ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের মাঝে।
বিএনপির একাধিক পদবঞ্চিত কর্মী বলেন, ২০১১ সালের ৫ জুন সর্বশেষ পিরোজপুর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এই কমিটির হাতে গোনা ৬/৭ জন জেলা সদরে অবস্থান করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মার্চ মাস থেকে এখন পর্যন্ত সপরিবারে রাজধানীতে অবস্থান করছেন। সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বার্ধক্য জনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করছেন। সহ-সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, এলিজা জামান পরিবার পরিজন নিয়ে ঢাকায় আছেন। সিনিয়র সহ-সভাপতি নজরুল খান থাকেন নাজিরপুর উপজেলায়। এমন অবস্থার মধ্যে পিরোজপুরের বিএনপির দৈন্যদশা চলছে। তার উপর করোনা পরিস্থিতিতে আরো বিরূপ প্রভাব পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা সদরের স্থানীয় একজন বলেন, পিরোজপুর আগে থেকেই আওয়ামী লীগের ঘাঁটি। জেলায় এখন আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। করোনা পরিস্থিতিতে বিএনপির কোনো নেতার দেখাই পাওয়া যায় না। জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মুজিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে কোথাও ত্রাণ বিতরণের দৃশ্য আমার চোখে পড়েনি।
এদিকে আইনজীবী সাইদুর রহমান টিটো বলেন, পিরোজপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ। তারা সাধারণ মানুষকে এই মহামারিতে কিছুই দেয়নি। সাধারণ মানুষ এই কারনে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত বলেন, পিরোজপুরে করোনা পরিস্থিতির কারণে সাংগঠনিক কার্যক্রম এখন অনেকটা কম। বর্তমান সময়ে দুর্গতদের পাশে আমাদের অনেক নেতাকর্মী দাঁড়িয়েছেন এবং আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, বড় দল হিসেবে কমিটি ও নেতৃত্ব নিয়ে একটু দ্বন্দ্ব থাকতেই পারে। সাধ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন,পটুয়াখালী বিএনপিতে কোনো গ্রুপিং বা কোন্দল নেই। সেক্রেটারি করোনা পরিস্থিতিতে ঢাকায় আছেন। এ অবস্থায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
Leave a Reply