শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
মাদাবীরপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সামরিক শাখার আ’লিক কমান্ডারকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪টি উগ্রপন্থী বই, ৩টি উগ্রপন্থী পাসপোর্ট সাদৃশ্য বই ও ৮২৪ টি বিভিন্ন উগ্রপন্থী দাওয়াতি লিফলেট।
আটককৃত জেএমবি সদস্য’র নাম মোহাম্মদ মানিক বেপারী ওরফে বেপারী মানিক (২৪)। সে মাদারীপুর সদর থানাধিন চরপখিরা এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৮ এর একটি অভিযানিক দল।
র্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মানিক জানিয়েছে, সে পুরান বাজার এর রাজ্জাক হাওয়ালাদার একাডেমিক স্কুল থেকে ৫ম শ্রেণী পাস করে। এরপর মানিক দর্জি কাজ শেখার জন্য কাজীর মোড় বাজারের আব্দুল মতিন মোল্লার দোকানে দর্জি কাজ শুরু করে। এসময় জেএমবি সদস্য আলামিন, সাকিব ও অন্যান্যদের মাধ্যমে উগ্রপন্থী বক্তব্য ও ওয়াজ শুনে উগ্রপন্থী কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়।
সে শিবচরসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে উগ্রপন্থী সামরিক প্রশিক্ষণ গ্রহন করে। বিভিন্ন এলাকায় দাওয়াতি এবং কর্মী সংগ্রহের কাজ করে। ফেসবুকের মাধ্যমে উগ্রপন্থী আলোচনায় অংশগ্রহন করে। সে উগ্রপন্থী অডিও ও ভিডিও ব্যবহারের মাধ্যমে কর্মী সংগ্রহের কাজ করে বলে স্বীকার করে।
সে বিভিন্ন সময় উগ্রপন্থী নেতাদের সাথে বৈঠক করে আসছে। সে মাসিক ভিত্তিক চাঁদা প্রদানের মাধ্যমে ফান্ড গঠন ও তা পরিচালনায় আ’লিক কমান্ডার হিসেবে কাজ করে। মূলত সে মাদারীপুর এলাকায় জঙ্গি ভিত্তিক সামরিক কর্মকান্ড ও পরিচালনার প্রধান হিসেবে কাজ করে।
গ্রেফতারকৃত মানিক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে বলে ই-মেইল বার্তায় জানানো হয়েছে।
Leave a Reply