সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক //
জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রত্যাশা করলেও এ বিষয়ে নির্বাচন কমিশন নতুন করে আলোচনার কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা শতকরা ৮০ ভাগ ইতোমধ্যে সম্পন্ন করেছি। বাকি ২০ ভাগ সম্পন্ন করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। এবং আশা করছি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাদের (বিএনপি) নিয়ে আমাদের বিশেষ কোনো উদ্বেগ থাকবে না। ইতিপূর্বে বেশি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ওইখানে আমরা বলেছি, রাজনৈতিক দল হিসেবে তারা যেন নির্বাচনে অংশহগ্রহণ করে।
Leave a Reply