শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল॥ বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) সোমবার এক সংবাদ সম্মেলন আহ্বান করেছে। সর্বশেষ ২০১৬ সালের শেষের দিকে পিবিআই এই নায়কের মৃত্যু তদন্তে দায়িত্ব পায়। সে তদন্তের সূত্র ধরে সোমবার সকাল সাড়ে ১১টায় সালমান শাহর হত্যার রহস্য নিয়ে কথা বলার জন্য প্রেস ব্রিফ্রিংয়ের আয়োজন করেছে পিবিআই। ব্রিফিংয়ে কথা বললেন পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার।
গত বছরের ১ সেপ্টেম্বর পিবিআই আদালতে মামলার ‘তদন্ত অগ্রগতি’ প্রতিবেদন দাখিল করে। তবে সেই প্রতিবেদনেও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কোনো তথ্য দেয়নি। দীর্ঘদিন ধরে তদন্তাধীন এ মামলার অনেক সাক্ষী ও আলামত নষ্ট হয়ে গেছে। ফলে মৃত্যুরহস্য উদ্ঘাটনে খোদ তদন্ত সংস্থাই হিমশিম খাচ্ছে । এরই মধ্যে সংবাদ সম্মেলন ড়েকেছে পিবিআই। সংস্থাটি বলছে নায়ক সালমান শাহ হত্যার রহস্য বিষয়ে কথা বলবেন তারা। ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর তার মৃত্যু হয়। দীর্ঘ ২৩ বছর পার হলেও সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। তার মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
Leave a Reply