রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘ছেলেদের অন্তর্বাস দেখা গেলে ইটস কুল! আর মেয়েদের ব্রা দেখা গেলেই যত্ত সমস্যা?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করে আবারও নেটিজেনদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
চুলের ছাঁট, পোশাক, কথাবার্তা… স্বস্তিকার সবকিছুতেই যেন বিতর্ক খুঁজে পান নেটজনতা। বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ে না তার! তবে অভিনেত্রী স্বস্তিকা কিন্তু বিতর্ক-সমালোচনার মোক্ষম জবাব দিতে বেশ পারদর্শী। বেশ বিচক্ষণতার সঙ্গে উত্তর দিয়ে ট্রলারদের মুখ বন্ধ করিয়েছেন একাধিকবার। এবারও তার অন্যথা হল না।
ঘটনার সূত্রপাত আসলে এক সিনেমার পোস্টার নিয়ে। হইচই ওয়েব প্ল্যাটফর্মে ‘তাসের ঘর’ নামে একটি ছবি আসছে। যেখানে স্বস্তিকাকে দেখা যাবে সুজাতা নামের এক চরিত্রে। সম্প্রতি সিনেমায় স্বস্তিকার সেই লুকই প্রকাশ্যে এসেছে। পোস্টারে চরিত্রের সঙ্গে মানিয়ে একেবারে সাধারণভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। তাতেই দেখা গিয়েছে স্বস্তিকার অন্তর্বাস উঁকি মারছে। আর এতেই নেটজনতার একাংশ একেবারে রে-রে করে উঠেছে!
কাব্য করে এক নেটিজেনের মন্তব্য, ‘তোমার কালো অন্তর্বাস, আমি ভীষণ হতাশ!’ আরেকজন আবার স্বস্তিকা, পরিচালক এবং হইচই ওয়েব প্ল্যাটফর্মকে ট্যাগ করে প্রশ্ন ছুড়েছেন, ‘পরিচালক কেন পোস্টারে ব্রায়ের স্ট্র্যাপ দেখালেন? জানতে ভীষণ ইচ্ছুক। তাহলে কি ধরে নেব যে, এই ছবির গল্পের সঙ্গে এর কোনোরকম যোগ রয়েছে?’ আর এই মন্তব্য দেখার পরই জবাব ছুড়ে দিয়েছেন অভিনেত্রী।
‘এই যে ছেলেরা সিনেমার পোস্টারে ছোট আন্ডারওয়্যার পরেন, খালি গায়ে হিরোগিরি দেখান তাতে কি আমাদের কিছু বলি? না, কিছুই বলি না। আমাদের মনেও আসে না এ রকম ভাবনা! কিন্তু এদিকে কোনো মেয়ের ব্রায়ের স্ট্র্যাপ দেখালে দিব্যি হাসি মুখে তা নিয়ে কৌতূহল জাগে। কেন আজও এটাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না? চাড্ডি দেখানো, বক্সারের ব্র্যান্ড দেখানো সবই চলবে, কিন্তু ব্রায়ের স্ট্র্যাপ দেখা গেলেই অন্যায়? বিষয়বস্তু, কাহিনি সবকিছু বিচার করে পরিচালকের মনে হয়েছে দেখানো দরকার, তাই দেখিয়েছে’, স্পষ্ট জবাব অভিনেত্রীর।
Leave a Reply