বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ ঈদুল আযহার ছুটি কাটিয়ে লকডাউন এরমধ্যে গ্রাহকদের কথা চিন্তা করে খোলা হয়েছে ব্যাংক। তবে ব্যাংকে টাকা লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকবৃন্দ। সরকারি-বেসরকারি কোন ব্যাংকেই ছেঁড়াফাটা নোট ময়লা নোট এবং খুচরো টাকা নিতে চাইছেন না।
এবং কোন ধরনের নোট নেয়া হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোন নির্দেশনা টানানো নেই মফস্বল শহরের ব্যাংকগুলোতে।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে সরকারি-বেসরকারি যে ব্যাংক গুলো রয়েছে সেগুলোতে একটু ছেঁড়া ফাটা একটু ময়লা হলেই গ্রাহকদেরকে তা ফিরিয়ে দেওয়া হচ্ছে।
পাশাপাশি পাঁচ টাকা দশ টাকার নোট নিয়ে গেলেও ব্যাংক থেকে তা ফেরত দেওয়া হয়। তবে শুধুমাত্র সোনালী ব্যাংক খুচরো টাকা নিলেও ছেঁড়াফাটা নোট গ্রহণ করতে বরাবরই অনীহা প্রকাশ করছেন।
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের দাবি ছেঁড়াফাটা নোট বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে না। আর খুচরো টাকার বিষয়ে জানতে চাওয়া হলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকের ভোল্টে অনেক খুচরো নোট পড়ে আছে সেজন্য তারা খুচরো নোট গ্রহণ করছে না।
তবে ব্যাংকের এমন আচরণ কতটা আইনসঙ্গত সে বিষয়ে গ্রাহকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সাধারণ গ্রাহকবৃন্দ এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখে সাধারণ গ্রাহক বৃন্দের ভোগান্তি রোধে যা করণীয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
Leave a Reply