বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:আসছে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পরদিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এখনো তাদের প্যানেল ঘোষণা করেনি।
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে ডাকসু নির্বাচনের সাংগঠনিক মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ছাত্রদল। প্রথমদিনে ৪২৫ জন ছাত্রদলের মনোনয়ন সংগ্রহ করে। তবে ছাত্রত্ব না থাকায় ছাত্রদলের শীর্ষ চার নেতার কেউই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছে না। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ২০০২-০৩, সাধারণ সম্পাদক আবুল বাশার ২০০৩-০৪, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ১৯৯৫-৯৬, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
ছাত্রদলের একাধিক সূত্রে জানিয়েছে, শীর্ষ নেতারা নির্বাচন করতে না পারলেও সাধারণ ছাত্রদের কাছে জনপ্রিয় নেতাদের দিয়েই প্যানেল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ভিপি পদে আসতে পারেন, কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা সজিদ উষা, এস হলের আহব্বায়ক হাবিবুল বাশার, জসিম উদ্দিন হলের যুগ্ম আহব্বায়ক হাসান আল আরিফ, খোরশেদ আলম সোহেল, কার্জন মাসুদ।
আর জিএস পদে আসতে পারেন আনিসুর রহমান খন্দকার অনিক, মিনহাজ আহমেদ প্রিন্স, সাইদুর রহমান রাফসান, ইকবাল হোসেন শাওন, কাইউম-উল হাসান, মাহফুজ চৌধুরি।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পদক আকরামুল হাসান বলেন, আমাদের নেতারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের সাথে সবসময় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যাদের প্রার্থী হওয়ার যোগ্যতা আছে , যারা ছাত্রদের কাছে প্রিয় তাদের নিয়ে ছাত্রদল একটা প্যানেল দিবে।
Leave a Reply