শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম নগরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) দুপুরে ১টার দিকে পলিটেকনিক এলাকার পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়। এছাড়া ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ঘটবার শিকার ওই শিশুর বাবা বলেন, মঙ্গলবার রাতে আমার ছেলেকে বলাৎকার করলে সে নির্যাতন সইতে না পেরে বাড়িতে চলে আসে। আমার ছেলে জানায়, ওই শিক্ষক না-কি তার সঙ্গে প্রায় এরকম করে। তারপর আমরা থানায় গিয়ে অভিযোগ দিই।
Leave a Reply