শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও মিলাদ এর আয়োজন করা হয়।
স্থানীয় এলাকার বাসিন্দা মহিবুল ইসলাম সোহাগ ও সাবেক ইউপি সদস্য এইচ এম রাসেলের অায়োজনে শুক্রবার জুমার নামাজ শেষে বাহেরচর ঘোষকাঠি এলাকার তালুকদার বাড়ি জামে মসজিদ, ফকির বাড়ি জামে মসজিদ, বেপারি বাড়ি জামে মসজিদ ও ঢালি বাড়ি জামে মসজিদে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মো মশিউর রহমান গত কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় (১৮ জুলাই) তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে।
চিকিৎসকের পরামর্শে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply