শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ অনুষ্ঠানমালার টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৮টায় প্রচারিত হবে ধারাবাহি নাটক ‘রূপকথার গল্প: যুবরাজ’। পরিচালনা করেছেন এ আর বেলাল। অভিনয়ে: রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ। সকাল ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আদিত্যের মৌনতা’। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: অপূর্ব, মম, দীপা খন্দকার, খালিকুজ্জামান, সাবিহা জামান, শিখা খান প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আবুলের ব্রেইনওয়াশ’। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: মোশাররফ করিম, সুমাইয়া শিমু, জেনি, জুঁই করিম, আখম হাসান, ফজলুর রহমান বাবু। রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘বীথির বানান ভুল’। গল্প: মাহতাব হোসেন। চিত্রনাট্য ও পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাফা কবীর, মুনিরা মিঠু, রনি, রোকন প্রমুখ।
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘আমি এমন তুমি কেমন’। রচনা ও পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: সাজু খাদেম, মিশু সাব্বির, জোভান, ইরফান সাজ্জাদ, ঊর্মিলা, ভাবনা, মাসুম বাশার প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ওগো বধূ সুন্দরী’। গল্প: মোপাসা। চিত্রনাট্য: জুনায়েদ হোসেন। পরিচালনা: হিমেল আশরাফ। অভিনয়ে: মেহজাবিন, মাহফুজ আহমেদ, টুটুল চৌধুরী, অরিত্রা প্রমুখ।
এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘নূরুল আলমের বিয়ে’। রচনা : বদরুল আনাম সৌদ। পরিচালনা : আরিফ খান। অভিনয়ে : আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা প্রমুখ। সকাল ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চাইনিজ প্রেমকুমার’। এটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। সকাল সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বড় ভাই’। সেজান নূর রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সর্দার রোকন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যানি, লারা লোটাস, মিথিলা, নজরুল রাজ, সাব্বির, জনি, আসিফ প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেঘে ঢাকা চাঁদ’। পরিচালনা : সরদার রোকন।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সময়টা আমাদের’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘চুটকি ভান্ডার ৬’। ফজলুল সেলিম, বরজাহান হোসেন, রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, তারেক স্বপন, আমি আজাদ অহনা, শামিমা তুষ্টি, নাবিলা ইসলাম প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’। রচনা : বদরুল আনাম সৌদ। পরিচালনা : আরিফ খান।
রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অতি ভক্তি চোরের লক্ষণ’। রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এটিএম শামসুজ্জামান, সাজু খাদেম, মিশু সাব্বির, আমিরুল হক চৌধুরী, নাদিয়া আহমেদ, অর্ষা, নওশীন, সাঈদ বাবু, চিত্রলেখা গুহ, অলিউল হক রুমী, জামাল রাজা প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘সুমনা’। রচনা : আশরাফুল চঞ্চল। পরিচালনা : নাজমুল হুদা শাপলা।
আরটিভি
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’। রচনা: সাজিন আহমেদ বাবু। পরিচালনা : মিলন ভট্টাচার্য্য। অভিনয়ে: জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার, স্বর্ণা প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে মোশাররফ উৎসব-এর নাটক ‘ক্যারিয়ার’। রচনা : ফজলুল সেলিম, চিত্রনাট্য ও পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হোয়াট ইজ লাভ’। রচনা ও পরিচালনা: সাফায়েত মনসুর রানা। অভিনয়ে: জন কবির, অপর্ণা ঘোষ, মিশু সাব্বির, সোনিয়া হোসেন, ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাফায়েত মনসুর রানা প্রমুখ। রাত সাড়ে আটটায় প্রচারিত হবে একক নাটক ‘কতদিন পরে হলো দেখা’। রচনা ও পরিচালনা : মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ। ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, নাদিয়া নদী, আ খ ম হাসান, ফারুক আহমেদ প্রমুখ।
১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘ঢাকাইয়া কোরবানি’ নাটকটি। পরিচালনা : ইমেল হক। অভিনয়ে : মীর সাব্বির, আরফান আহমেদ, দিলরুবা দোয়েল, আইরিন আফরোজ প্রমুখ। ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম মিসটেক। রচনা: মেহরাব জাহিদ, পরিচালনা: জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে: জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, নয়ন, নিকুল কুমার প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
দুপুর ১টা ৩০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘খোকা কঞ্জুস’। রুহুল আমিন পথিক রচিত এ নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার সুমন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, দীপা খন্দকার, ছন্দা, জোভান প্রমুখ। দুপুর ২টা ২০মিনিটে প্রচারিত হবে ‘হাই প্রেসার’ নাটকটি। টিপু আলমের গল্প অবলম্বনে এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয়ে: মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আখম হাসান, কাজী উজ্জল প্রমুখ।
সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কিপ্টা দুলাভাই’। আসাদুজ্জামান সোহাগ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, নাদিয়া, মিম, কাজল সুবর্ণা প্রমুখ।
রাত সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেইল-৪’। টিপু আলমের গল্প অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে সাজু খাদেম, মিশু সাব্বির, অহনা, নাজিরা মৌ, মম মোরশেদ, কচি খন্দকার প্রমুখ। রাত ৮টা ১০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘যেই লাউ সেই কদু-২’। টিপু আলমের গল্প অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে অহনা, রাশেদ সীমান্ত, রুমি, শফিক খান দিলু, হায়দার, মিলন ভট্ট প্রমুখ। রাত ৯টা ১৫মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কিড সোলায়মান-২’। রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, মিলন ভট্ট, তারিক স্বপন প্রমুখ।
রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘লাল দালান’। রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয়ে আ খ ম হাসান, শখ, বাবর, জামিল, কণ্ঠশিল্পী কাজী শুভ, বড়দা মিঠু, এহছানুল হক মিনু, শামীমা নাজনীন, অনুভব, পাভেল প্রমুখ। রাত ১১টা ১০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’। আলমগীর আহসান রচিত এ নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয়ে আ খ ম হাসান, জামিল, মৌসুমী হামিদ, আলভী, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘উল্টো দেশে উল্টো বেশে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয়ে: শামীমা নাজনীন, মনিরা মিঠু, শখ, আ খ ম হাসান, জামিল, বাবরসহ অনেকে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে একক নাটক ‘পাল্টা সমীকরণ’। অভিনয়ে: সাব্বির, অহনা, শর্মিলী আহমেদ, তারিক স্বপদন, মিতু। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে বিদেশি ধারাবাহিক নাটক ‘সুলতান সুলেমান’।
রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘হিরো কেন ভিলেন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, রিচি, ডা. এজাজ, শামীমা নাজনীন, নাবিলা, আবদুল্লাহ রানা প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে নাটক আজ পুতুলের জন্মদিন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন সাফা কবির, নিশো প্রমুখ।
রাত ১১টায় প্রচারিত হবে একক নাটক ‘আমার লিখা তোমার কাছে প্রথম চিঠি’। নাটকটি রচনা করেছেন চয়ন দেব ও পরিচালনায় মেহেদী হাসান জনি। এতে অভিনয় করেছেন নিশো, শার্লিন প্রমুখ। রাত ১২টায় প্রচারিত হবে একক নাটক ‘প্রেমিকার বিয়ে’।
দেশ টিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘চকলেট’। রচনা: শফিকুর রহমান শান্তনু। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, অপূর্ব, জনি, ইলোরা গহর, নীলাঞ্জনা নীলা, নাদিয়া নদী প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিশ্বাস’। রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার। অভিনয়ে: আরফান নিশো, তানজীন তিশা প্রমুখ।
Leave a Reply