সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) আওতায় ১০ টাকা কেজি দরে চালের রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার নগরীর ৩৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম ‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এ অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছে। এ দাবিতে তারা মঙ্গলবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘নগরীতে সদ্য বিতরণ হওয়া ১০ টাকা কেজি দরের চালের রেশন কার্ড বিতরণে দলীয়করণ করা হয়েছে। ইতোমধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে ৪০০ থেকে ৫০০ জনকে রেশন কার্ড বিতরণ করা হয়। কিন্তু রেশন কার্ড হতদরিদ্রদের বিতরণ না করে দলীয় বিবেচনায় প্রদান করা হয়। নগরীর চাঁদমারি, রুপাতলী, ভাটিখানা, পলাশপুর, নাজিরমহল্লা এলাকায় এধরনের অভিযোগ পাওয়া গেছে। যেহেতু সরকারিভাবে বিতরণ করা হচ্ছে, সেহেতু হতদরিদ্রদেরই এ রেশন কার্ড পাওয়া উচিত।’ এ অবস্থায় বিষয়টির তদন্তের দাবি করে হতদরিদ্র মানুষদের নিয়ে তালিকা করে দল-মত নির্বিশেষে পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দ করার দাবি জানানো হয় প্লাটফর্মের পক্ষ থেকে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিএনপি নেতা অ্যাডভোকেট রিয়াজ, সাংবাদিক সাইফুর রহমান মিরন, খ্রিস্টান অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ প্রমুখ।
এ ব্যপারে ‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এর সমন্বয়কারী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা এ ধরনের দলীয়করন করেছেন নগরীতে। ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে এধরনের অভিযোগ এসেছে। যে কারণে মঙ্গলবার বিষয়টি তদন্তের জন্য বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানকে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply