রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ খাল না থাকায় ভোগান্তিতে অন্তত ৩০ হাজার মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়ায় স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ভোলার খাল।
এই খালের পাড়ের গ্রামগুলোকে অন্তত ৩০ হাজার মানুষের বাস। গ্রামের মানুষের শহরে চলাচলের একমাত্র ভরসা নৌকা। নদীর বিভিন্ন স্থানে ৭টি খেয়ায় পার হতে হয় খাল। জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়ায় স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
সন্ধ্যার পর পারাপার বন্ধ হয়ে গেলে জরুরি কাজে শহরে যেতে হয় প্রায় ৮ কিলোমিটার ঘুরে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সেতু তৈরির সম্ভাব্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তবে, শুধু আশ্বাস নয় দ্রুত সেতু নির্মাণে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, শেষ হবে ভোগান্তি এমন প্রত্যাশা এলাকাবাসীর।
Leave a Reply