সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসে ভাসমান কেন্টিন শ্যামল ছায়ার উদ্বোধন করা হয়েছে৷ ১১ জুলাই সকাল ১০ টা ৩০ মিনিটে সবুজে ঘেরা চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসের বটতলায় নার্সারী পুকুরে ভাসমান ক্যান্টিন ‘শ্যামল ছায়া’ এক মনমুগ্ধকর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে৷
শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক এই ক্যানটিনের উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগ ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, শিক্ষা প্রকৌশলী সৌরভ আলি,সাংবাদিক আবু সিদ্দিক সহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যক্ষ কয়ছর আহমেদ দুলাল বলেন, ভাসমান কলেজ ক্যান্টিন শ্যামল ছায়া আমার একটি স্বপ্নের ক্যান্টিন৷ এখানে ক্যান্টিন পরিচালনাকারীদেরকে বলতে চাই এ ক্যান্টিনে কোন প্রকার নেশা দ্রব্য, বাসি খাবার, ডেট ওভার মালামাল বিক্রি করা যাবেনা৷ ক্যান্টিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে৷
পরিদর্শনকালে দেখা যায় চারপাশ ব্যালকনি ঘেরা ক্যান্টিনের বাহিরে হাত ধোয়া ও বসার ব্যবস্থা রয়েছে৷ ভিতরে মনমুগ্ধকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন ভবন, বিশাল খেলার মাঠসহ উদ্বোধন কৃত ভাসমান ক্যান্টিন চরফ্যাশন সরকারি কলেজে আরো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে৷ ক্যান্টিন উদ্বোধনের খবর শুনে বর্তমান ও পুরাতন ছাত্র ছাত্রী উৎসুক জনতার ভিড় লক্ষ করা যাচ্ছে৷
Leave a Reply