সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ১৪ বছরের এক ছাত্রীর বাল্যবিবাহের অপরাধে বর, কনের পিতার ও দুলাভাইকে সাজা দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর নেতৃত্বে সেই বাড়িতে অভিযান চালিয়ে বর মো. রাকিব, কনের বাবা, কনের দুলাভাই আবু হানিফ মিয়াকে আটক করে পুলিশ। বাল্যবিবাহের অপরাধে বরকে ২ বছর কনের বাবাকে ১ বছর ৬ মাস এবং কনের দুলাভাইকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই বাল্যবিবাহের বিষয়ে সবাই অপরাধী এই জন্যে বর, কনের বাবা ও দুলভাই- সবাইকে সাজা দেওয়া হয়েছে। শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, তাদেরকে শুক্রবার সন্ধ্যায় রায়ের পর শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply