সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষতিয় সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির অফিস কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের বাসভবনের সামনে এই সংঘর্ষ হয়। ঘটনার পরপরই চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, চরফ্যাশন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালে। ৬ বছর অতিক্রম হওয়ার পর চলতি বছরের ১৭ জুলাই চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর স্বাক্ষরিত পত্রে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত ছাত্রদলের চরফ্যাশন উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখার ছাত্রদল কমিটি ঘোষণা করা। এরপরে গত ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন সুপারিশকৃত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার স্বাক্ষরিত চরফ্যাশন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ ছাত্রদলের সংগঠনের নীতিমালা অনুযায়ী গঠিত আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। জেলা ছাত্রদলের কমিটির ঘোষণার পরপরই ক্ষুদ্ধ বিএনপির অপর গ্রুপের নেতা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়নের নেতা কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। দুই নেতার দেয়া ছাত্রদলের বিভক্ত কমিটি নিয়ে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে।
কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন গ্রুপের অনুমোদিত কমিটির পরিচিতি সভা চলছিল। এসময়ে হঠাৎ বগি দা, লাঠিসোটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত কমিটির নেতা কর্মীরা সভায় হামালা চালায়। ঘণ্টাব্যাপী উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় বিএনপির পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলের বাসায় ভাঙচুর করা হয়েছে।
উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের ২০/২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ও বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মামলার ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি বলে জানাগেছে।
ভোলা জেলা কমিটির অনুমোদিত চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব অনিক কাজী জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদকের কমিটি অনুমোদন দিয়েছে। এতে জেলা কমিটির দেওয়া অনুমোদিত কমিটিই বৈধ। উপজেলা বিএনপি ছাত্রদলের কমিটি ঘোষণা ও অনুমোদন দিতে পারে না।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পরপরই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় থানায় কোন পক্ষের অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply