শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মাত্র আড়াই লাখ টাকার চুক্তিতে মাথা কেটে দুই ভাইকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার চারজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সোমবার ঘটনার ১৪ দিন পর চট্টগ্রাম কাপ্তানবাজার রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয় খুনি ট্রাক চালক শরীফুল ইসলাম শরীফকে। গ্রেফতারের পর মঙ্গলবার পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য জানায় সে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬৫ শতাংশ জমি ২৫ লাখ টাকায় কিনে গ্রেফতারকৃতরা। পরে ওই টাকা না দেয়ার জন্য দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইকে মাথা কেটে হত্যা করা হয়।
পরে আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘাতকদের বাড়ির পাশের এক বাগানে ওই দুই ভাইয়ের দেহ প্রথমে পুড়িয়ে চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়। অন্যদিকে মাথা দুটিকে এলাকার মহিউদ্দিনের সেফটিক টাংকিতে লুকিয়ে রাখা হয়।
অবশেষে ঘটনার ১৪ দিন পর বিল্লাল, কাশেম ও আবু মাঝির স্বীকারোক্তিতে মাথা দুটি উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টে দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
Leave a Reply