রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাঁধ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফকিরের দোন এলাকায় নতুন বেড়িবাঁধ ভেঙে হাজিরহাট ইউনিয়নের সোনারচর ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকা প্লাবিত হয়। এছাড়াও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকা প্লাবিত হয়। এতে ওই সকল এলাকায় দুই সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
এদিকে রাতভর ফণীর তাণ্ডবে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকায় জীন রফিকের বাড়ি, মৎস্য ঘাটের সালাউদ্দিনের মৎস্য আড়ত, হানিফ হাজীর বাড়ি, আঃ মালেকের বাড়ি, বাবুল মাতাব্বরের ব্যবসা প্রতিষ্ঠান, অফিসার্স ক্লাব, রফিকের বাড়ি, মনপুরা ইউনিয়নের বিচ্ছিন্ন কলাতলীর চরে কবির বাজারের হাসান পাটোয়ারীর দোকান, গিয়াস উদ্দিনের বাড়ি, ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরনিজামে মোঃ রফিক, হোসেন, আলমগীর, নবাব, কামরুল, মনজু, সেকান্তর, রাজীব, ইউসুফ, জাহাঙ্গীর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোস্তফা, বাবুল পিটার, হারুনের ঘরসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়। এছাড়াও উপজেলার মাষ্টার হাটের পশ্চিম পাশের বেড়িবাঁধ, দক্ষিণ সাকুচিয়ার সূর্যমূখী বেড়িবাঁধ, হাজিরহাট ইউনিয়নের সোনার চর বেড়িবাঁধ হুমকীর মুখে রয়েছে। যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মনপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর জানান, ফেনীর প্রভাবে প্রবল স্রোতে বাধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ জনপদ স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানিতে তলিয়ে যায়। এতে তিনটি গ্রামের দুই সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ফনীর প্রভাবে ৯০ মিটার বাধ ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা দ্রুত ভাঙা বাধ মেরামতের কাজ সম্পন্ন করবো।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, জেলা প্রশাসন থেকে ২০ টন চাল ও ৫০ হাজার টাকার বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রত্যেক চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করা হয়েছে। আশা করি দ্রুত বাঁধগুলো মেরামত করা হবে।
Leave a Reply