মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সিটি কর্পোরেশনকে ৪৩ লাখ ৮৩ হাজার ৬৭৮ টাকা কর পরিশোধ করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।রোববার দুপুরে বরিশাল নগর ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে এই কর প্রদান করেন গ্রামীণফোন বরিশাল শাখার কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় গ্রামীণফোনের ৫৮টি বেইজ স্টেশন রয়েছে। ২০১৩-১৪ থেকে ২০১৮-১৯ অর্থবছরে মোট সাড়ে আট মাসের সিটি কর বকেয়া পড়ে গ্রামীণ ফোনের। রোববার মেয়রের কাছে এই কর পরিশোধ করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এসময় কর্পোরেশনের সচিব ইসরাইল হোসেন, গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ রিদোয়ানুর রহমান চৌধুরী, এরিয়া ম্যানেজার ফিরোজ আল মামুন প্রমুখ।
Leave a Reply