বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা, যা গত মাসের তুলনায় ৩ টাকা কম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন। তিনি জানান, নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণামতে, ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা। এর ফলে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও সেই অনুযায়ী কমবে। তবে সরকারি কম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত থাকবে।
শুধু গৃহস্থালির নয়, পরিবহন খাতেও কিছুটা স্বস্তি আসছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামকে ভিত্তি ধরে প্রতি মাসে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এভাবে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে প্রতিষ্ঠানটি।
ভোক্তারা বলছেন, এই সামান্য দাম কমানোতে যদিও বিশেষ কোনো প্রভাব পড়বে না, তবে ধারাবাহিকভাবে দাম নিয়ন্ত্রণে রাখা গেলে সাধারণ মানুষ উপকৃত হবে। অন্যদিকে, পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, অটোগ্যাসের দাম কমানোয় জ্বালানি খরচ কিছুটা হলেও সাশ্রয় হবে।
Leave a Reply