শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদীতে ৫ দিন ব্যাপী আইজিএ (পাট পণ্য) প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার উদ্ধোধণ করা হয়েছে। প্রশিক্ষণ কোর্স উদ্ধোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
জেলা সমবায় দপ্তরের আয়োজনে ও উপজেলা সমবায় দপ্তরের সার্বিক সহযোগিতায় বরিশাল জুটেক্স কার্যালয়ে প্রশিক্ষণ কোর্স উদ্ধোধনী অনুষ্টান জেলা সমবায় অফিসার মোঃ গোলাম কবির শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবুল বাশার রাড়ী, জেলা সমবায় দপ্তরের প্রশিক্ষক রেশমা রহমান, উপজেলা সমবায় কার্যলয়ের সহকারী পরিদর্শক মোঃ ফকরুল আলম, কালব এর সাবেক পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম, প্রশিক্ষক শারমীন জাহান মুঞ্জু, জেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক নাজনীন আক্তার প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিঃ ২৫জন নারী সদস্য অংশ গ্রহন করেন।
Leave a Reply