মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ গত চারদিন পূর্বে ঢাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এলাকায় এসে হোম কোয়ারেন্টাইনে না গিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করায় জেলার গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের করিম সরদারের পুত্র রুহুল আমীন সরদারকে (২৫) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বসতঘরে লাল নিশান ওড়ানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। অপরদিকে উপজেলার কমলাপুর গ্রামের একাধিক বাসিন্দারা জানান, ওই গ্রামের হানিফ মজুমদারের পুত্র মনির মজুমদার তার শশুর বাড়ী মাদারীপুর থেকে পালিয়ে কমলাপুর গ্রামে আসলে এলাকায় আতংকের সৃষ্টি হয়। বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হলে মনির মজুমদারকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ।
Leave a Reply