সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ শিক্ষা সেবা সপ্তাহ (২৪-৩০ জুন)২০১৯ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টার শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটক থেকে র্যালী শুরু করে বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে বার্থী বাজার হয়ে পূর্নরায় প্রধান ফটকে ফিরে সমাপ্ত হয়।
শেষে স্কুলের হলরুমে এক আলোচনা সভা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন শিক্ষক মনি মোহন পাত্র, শিশির কুমার গাইন, মোঃ সেলিম বেপারী, মোঃ কামরুজ্জামান, ফরিদা ইয়াসমীন, হাসনে জাহান, গবিন্দ চন্দ্র নাগ প্রমুখ।
Leave a Reply