বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউনের সোমবার প্রথম দিনে বরিশালের গৌরনদীতে গণ পরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়।
ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) মাবিয়ান মিয়া জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার সীমান্তবর্তী ভূরঘাটায় তারা চেকপোষ্ট বসিয়ে সরকারি নিদের্শ মোতাবেক যানবাহান চলাচল করতে দিচ্ছেন। নিদের্শনার বাইরের যানবাহন ফিরিয়ে দিচ্ছেন। জন সাধারনের যান মালেরর হেফাজতের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন।
সোমবার সকাল থেকে ভূরঘাটায় বাসষ্ট্যান্ড এলাকায় দেখে গেছে, হাজার হাজার সাধারন মানুষ পায়ে হেটে, কেউ আবার থ্রি-হুইলার, মোটরসাইকেল, পিকআপসহ অ্যাম্বুলেন্স যোগে গন্তব্য ছুটছেন। এ সব পথচারীদের স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না।
Leave a Reply