শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি।। উপজেলার গৌরনদী বার্থী ইউনিয়নরে ধানডোবা নিজ এলাকায় একদল তরুন যুবসমাজ ও নিজ উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে এলাকায় জীবানু নাশক স্প্রে করেন,বি এন পির যুবদল নেতা মোঃতারিকুল ইসলাম কাফীর উদ্যোগে ।
গতকাল সারাদিন এলাকার যুবকদের সাথে নিয়ে এলাকার রাস্তা, স্কুল,বিভিন্ন জনগণের সমাগম, দোকান সহ বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়। এর আর আগে শুক্রবার জুমা নামাজের পরে পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম কাজল ও যুবদল নেতা তারিকুল ইসলাম কাফী সেনিটাইজেশন সামগ্রী ও মাস্ক বিতরণ করেন।
এই সব সামাজিক কার্যক্রম বিষয়ে কাফী বলেন, জাতির সংকটময় সময়ে সব সময়ে যুব সমাজ এগিয়ে এসেছে সবার আগে, তাহলে করোনা ভাইরাস মোকাবিলায় কেন নয়? তিনি দেশের ও এলাকার সমার্থবানদের অাহবান জানান দরিদ্র জনগোষ্ঠীর পাশে দারাতে।
তিনি আরো বলেন কার্যক্রম চলমান, শুধু মাত্র সচেতনতা ও সাবধানতাই পারে ব্যাক্তির সুস্থ থাকাটা নিশ্চিত করতে।
Leave a Reply