সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১১৭ জন মৎস্যজীবিদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতি মৎসজীবিদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার শেখ শাহ জামাল, সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ নাগ, এএসআই আসাদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, সাবেক সচিব মাহাতাব হোসেন প্রমুখ।
Leave a Reply