সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় ফাঁকা সড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার মাঝি (৫০)।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কসবা এলাকায় একটি ভ্যানকে মাইক্রোবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় ভ্যানচালক আনোয়ার মাঝিকে (আনোয়ার) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
Leave a Reply