রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ প্রেমিককে অন্যত্র বিয়ে করানোর জন্য পাত্রী খোঁজা শুরু করলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার নামের এক কলেজ ছাত্রী।
নিহত কলেজ ছাত্রী উপজেলার নলচিড়া গ্রামের আদম আলী হাওলাদারের কন্যা। সে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলো। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে।
নিহতের স্বজনরা জানান, একই উপজেলার পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা সিকদারের পুত্র রাব্বি সিকদারের সাথে প্রেমের সম্পর্ক ছিলো কলেজ ছাত্রী ফারজানার। গত কয়েকমাস পূর্বে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে ফারজানা। সে সময় প্রেমিক রাব্বির পরিবারের সদস্যরা তাদের (ফারজানা-রাব্বির) সামাজিকভাবে বিয়ে দেয়ার আশ্বাস দিলে তখন সে (ফারজানা) প্রেমিক রাব্বির বাড়ি ত্যাগ করে।
এ ঘটনার বেশ কিছুদিন পরে বুধবার (১৯ মে) দুপুরে প্রেমিক রাব্বির বাড়িতে যায় ফারজানা। এসময় প্রেমিকের পরিবারের সদস্যরা গালিগালাজ করলে বিষপান করে ফারজানা। পরে প্রেমিকের পরিবারের সদস্যরা তাকে (ছাত্রী) উপজেলা হাসপাতালে ভর্তি করেন। রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (ফারজানা) মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply