বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলঅম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনসহ অন্যান্যরা। শেষে উপজেলা পরিষদের সামনে ফলজ বৃক্ষরোপন করা হয়। একইদিন বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
এছাড়াও বিকেলে গৌরনদী বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা আনন্দ র্যালি নিয়ে সমবেত হন। এ সময় গৌরনদী বাস স্ট্যান্ড লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়।
এসময় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আনন্দ র্যালি শেষে কেককাটার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
Leave a Reply