শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে বুধবার সকালে ইমরান বেপারী (২০) নামের এক নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার আবদুল মোতালেব বেপারীর পুত্র।এ ঘটনায় নিহতের ভাই রানা বেপারী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বুধবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইমরান বেপারী মঙ্গলবার সকালে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়। রাতে ইমরান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। সকালে বসত ঘরের পশ্চিম পাশে পেয়ারা গাছের সাথে ইমরানের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইমরানকে হত্যা করে বাড়ির পাশে পেয়ারা গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে।ওসি আরও জানান, এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply