শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনার ফলে কর্মহীন হয়ে পরা জেলার গৌরনদী উপজেলার দিনমজুর, ভ্যান ও রিকসা চালকসহ নিন্ম আয়ের শ্রমজীবি দেড় হাজার পরিবারের মধ্যে সামাজিক দূরত্বতা বজায় রেখে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা যুবলীগ নেতা ও নারায়নগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত সচিব (পিএস) হাফিজুর রহমান মান্নার ব্যক্তিগত অর্থায়নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলার সরিকল ইউনিয়নের হতদরদ্রি দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি মুশুরীর ডাল, ৩ কেজি আলু, একটি সাবান ও একটি মাস্ক প্রদান করা হয়।
এছাড়া গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চিকিৎসকদের সেবাকালীন সময়ে সুরক্ষার জন্য এক লাখ টাকা ব্যায়ে ৭০পিস পিপিই উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের হাতে তুলে দেয়া হয়েছে। এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply