মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ ২০২১-২০২২ অর্থ বছরে বরিশালের গৌরনদী রাজস্ব বাজেট ও দেশীয় প্রজাতির মাছ এবং সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্মুক্ত জলাশয় ও খালে ১ হাজার ২৮৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার সকালে উপজেলার উত্তরমাদ্রা ও দক্ষিণমাদ্রা, পূর্বডুমুরিয়া, বার্থী উন্মুক্ত জলাশয় ও বার্থী ভালুকশী খাল, সাউদের খালসহ বিভিন্ন জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকতার্ মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ (ভারপ্রাপ্ত) ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকতার্ আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী বিকাশ কুমার দাস, মোঃ সুমন হোসেন, অফিস সহকারী নুর আলম সরদার।
Leave a Reply