মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস এবং মহাসড়কে শান্তি-শৃংখলা বজায় রাখতে বরিশালের গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে হাইওয়ে থানা কম্পাউন্ডে হাইওয়ে থানার নবাগত ওসি শেখ মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। প্রধান বক্তা ছিলেন হাইওয়ে মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম সিদ্দিকী।
হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহাবুবুর ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত শেখ হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, পৌর কাউন্সিলর মোঃ আল আমীন হাওলাদার, সিকদার খোকন।
Leave a Reply