সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
গৌরনদী,প্রতিনিধি।। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে ৬৫ জন ইমামদের মাঝে বুধবার সকালে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার উদ্যোগে তার গ্রামের বাড়ি পৌরসভার সুন্দরদী বাইতুন নুর জামে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন জামে মসজিদের ইমামদের প্রতিজনকে ২ হাজার টাকা করে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ প্রদান করেন।
এ সময় টরকী বন্দর আদর্শ জামে মসজিদের খতিব মাওলানা আবুবক্কর বীন হোসাইন আজমী, ছানী ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আঃ বাতেন নোমান, সুন্দরদী বাইতুন নুর জামে মসজিদের ইমাম কারী এমদাদ হোসেন, কটকস্থল হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা ছরোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply