মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকি বন্দর এ সব সময় লোক সমাগমে পূর্ণ থাকে। তবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউনেও বন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো।
আজ সকালে গৌরনদী উপজেলা আনসার ভিডিপি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মরিয়ম আক্তার ১০সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে টরকি বন্দর পরিদর্শনে আসেন।
এসময় তিনি বাজার এর দোকানদার এবং বাজারে আগত কাস্টমারদের স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দেন এবং যাদের মুখে মাক্স ছিল না তাদেরকে মাক্স বিতরণ করেন।
এসময় তিনি টরকি বন্দর অবস্থিত জনতা ও সোনালী ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ব্যাংকে নিয়োজিত আনসার কর্মকর্তাদের স্বাস্থ্য সচেতন মূলক ভাবে ব্যাংকের পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করে বলেন ব্যাংকে আগত গ্রাহকরা তিন ফুট দূরত্বে লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের কার্য সম্পাদন করবেন।
এসময় তিনি ব্যাংকে ভিড় দেখতে পেয়ে আনসার কর্মকর্তাদের আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন।
তবে ব্যাংকে আগত গ্রাহকবৃন্দ জানান সপ্তাহে তিনদিন ব্যাংক খোলা থাকার কারণে ব্যাংকে অতিরিক্ত চাপ পড়ে যে কারণে লোকসভা বেশ একটু বেশি হয়।
এসময় গ্রাহকবৃন্দ সপ্তাহে অন্তত পাঁচ দিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply