সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
গোলাম মাওলা রনির ফেসবুক আইডি আজ মঙ্গলবার ভোররাতে হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে তিনি নিউমার্কেট থানায় জিডি করেছেন। তার নিজস্ব এই আইডির বন্ধু সংখ্যা ৪৯৬৩ এবং ফলোয়ার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩০৪ জন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসনে প্রতিযোগিতা করছেন গোলাম মাওলা রনি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক করা হল।এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক এই সংসদ সদস্য। জিডি নম্বর ৫১৮।
জিডিতে গোলাম মাওলা রনি উল্লেখ করেন,আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। গতকালের পর আমি আর কোনো পোস্ট দেইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।’
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন,‘নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশে আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
গোলাম মাওলা রনি আরো বলেন,‘আমার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পর আইডিটিতে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর কোনো ম্যাসেজ, স্ট্যাটাস ও পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকবো না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।’
Leave a Reply