বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥ মাদক নির্মুল,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং ও গুজব বন্ধে শুক্রবার (২৬জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মো.জালাল আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সোহেল আহম্মেদ,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ ছিদ্দিকুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর থানান ওসি (তদন্ত) মাহবুবুল আলম,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু,বিজয় টিভির প্রতিনিধি হোসাইন আমির প্রমুখ।
সভায় কুয়াকাটা ও আলীপুর মৎস্যবন্দরের প্রায় দুই শতাধিক জেলেসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা সমপ্রতি পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেন।
গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলকে সচেতন হওয়ার আহবান করেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ,ইভটিজিং রোধে প্রশাসানকে সহযোগিতার অনুরোধ করেন।
Leave a Reply