সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:“ভেজাল খাদ্য পরিহার করি, সুস্থ সবল জাতি গড়ি”- এই স্লোগানের আলোকে গলাচিপায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃত এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী প্রমুখ। এছাড়া কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
সভায় সভাপতি সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোন ভেজাল খাদ্য পণ্য ক্রয় অথবা মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বা সেবা এবং অধিক মূল্যে আর্থিক ক্ষতি হলে ভোক্তা অধিকার আইনে প্রমানসহ অভিযোগ করলে অপরাধীদের বিরুদ্ধে ক্ষতিপূরণসহ শাস্তির বিধান রয়েছে।এছাড়া জরিমানার এক চতুর্থাংশ অর্থ ক্ষতিগ্রস্থ ব্যক্তিতে তাৎক্ষনিক দেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply