বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ॥ রাজধানীর কাকরাইলে প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রাহমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে একদল লোক তাকে মারধর করে থানায় সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গায়ে জামা ছিঁড়ে যাওয়া অবস্থায় তাকে থানার দিকে টেনে নেওয়া হচ্ছে।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক ব্যক্তি ধারাবিবরণীর মতো বলছেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের দালালকে পুলিশের হাতে তুলে দিচ্ছি।” হামলাকারীদের পরিচয় এখনও অস্পষ্ট, তবে তারা সংঘবদ্ধ এবং রাজনৈতিক বার্তা দিতে দিতে তাকে হেফাজতে নিয়ে যায়।
পরে কাকরাইল থানার সামনে পুলিশ তাকে গ্রহণ করে থানার ভেতরে নিয়ে যায়। ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায়।
সিদ্দিক দীর্ঘদিন ধরে টিভি নাটকের সঙ্গে যুক্ত, পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ারও চেষ্টা করেছেন। তিনি ঢাকার গুলশান ও মধুপুর আসন থেকে একাধিকবার মনোনয়ন প্রার্থী ছিলেন। এই পটভূমিতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে ভিডিও ভাইরাল হওয়ায় সামাজিক মাধ্যমজুড়ে নিন্দার ঝড় উঠেছে। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি তদন্তাধীন বলে জানা গেছে।
Leave a Reply