সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের মুলাদী উপজেলায় ঘরে থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের বলিয়াতলী গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার হয়। নিহত মো. ইমরান (২৫) ওই গ্রামের আলতাফ দফাদারের ছেলে।
নিহতের পরিবারের বরাতে মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, “বুধবার রাত ১১টার দিকে নিজের ঘরে ঘুমাতে যায় ইমরান। এর কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে কল আসে। পরে কথা বলতে বলতেই সে ঘর থেকে বেরিয়ে যায়।
“এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ি সংলগ্ন একটি ক্ষেতের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা।”
পরে থানায় খবর দিলে পুলিশ ইমরানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায় বলে জানান ওসি। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
Leave a Reply