রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:সুগন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনের কবলে হুমকির মুখে পড়া বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষায় বরিশালের জেলা প্রশাসকের উদ্যোগে জরুরী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সেতু সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধে করনীয় সর্ম্পকে আজ মঙ্গলবার (২৮আগস্ট) রাত নয়টায় অনুষ্ঠিত এক জরুরী সভা এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়।
বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে তাঁর বাংলোস্থ অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ব্যাপক তাৎপর্য বহন করে। তাই জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন থেকে সেতুসহ এর আশপাশের এলাকা রক্ষায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠা চালাতে হবে।
সেতু রক্ষায় যে সকল পদক্ষেপ গ্রহন করা হচ্ছে তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ ব্যাপারে বাবুগঞ্জ এলাকার কৃতি সন্তান ও সমাজ কল্যান মন্ত্রী এবং স্থানীয় সাংসদ অ্যাডভোকেট টিপু সুলতান ইতোমধ্যে অবগত হয়েছেন এবং তাঁরা প্রতিনিয়ত এব্যাপারে খোঁজ খবর রাখছেন।
সভায় ভাঙ্গন প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ভাঙ্গন কবলিত স্থানে পূর্বের ধারাবাহিকতায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলার জরুরী ব্যবস্থা গ্রহণ করবে বরিশালের সড়ক ও জনপথ বিভাগ।
এক্ষেত্রে তাদের কারিগরী সহায়তা দেবে বরিশালের পানি উন্নয়ন বোর্ড। এছাড়া ভাঙ্গন কবলিত সেতু থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলবে পানি উন্নয়ন বোর্ড। পুরো এলাকায় নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের লক্ষ্যে ডিপিপি আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরন করা হবে এবং ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত সৈয়দ মোশাররফ-রাশিদা একাডেমির অধিকাংশ অবকাঠামো নদী গর্ভে বিলীন হওয়ায় পাশ্ববর্তী স্কুলের মালিকানাধীন জমিতে টিনশেড ঘর নির্মান করার ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করা হবে।
সভা শেষে জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের সভায় গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে অবগত করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলঅ প্রশাসক (আইসিটি) ইকবাল আখতার, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, বরিশালের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বরিশালের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদ আল ফারুক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সৈয়দ মোশাররফ-রাশিদা একাডেমির প্রধান শিক্ষক সেলিম রেজা, সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাবুল প্রমুখ।
Leave a Reply