বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
ইফতেখায়রুল ইসলাম॥
শিশুকালের অদ্ভুত ভাবনাগুলো
১) ছোটবেলায় যখন প্লেন উড়ে যেতো তখন দৌড়ে বাইরে গিয়ে প্লেন কে টাটা দিতাম, ভাবতাম প্লেন থেকে যাত্রীরাও আমাকে টাটা দিচ্ছে
২) একটু বড় হওয়ার পর একটি বেশি বুঝি ভান ধরে বাচ্চাদের বলতাম “এই যে প্লেনটা দেখছো এটা কিন্তু এখন আমাদের দেশে না অন্য দেশে! যদিও তুমি তোমার মাথার উপর দেখতে পাচ্ছো কিন্তু এটা অন্য দেশে”!
ভৌগলিক অবস্থানের বাবা, চাচা করে দিতাম আর কি
৩) আরেকটু বড় হওয়ার পর বাচ্চাদের বলতাম, “জানো আমাকে টিভিতে দিয়ে দেবে, তোমরা সবাই আমাকে টিভিতে দেখতে পাবে! এই যে দেখতে পাচ্ছো টিভির ভেতরের লোকগুলোকে, এদের সবাইকে কেটে কুঁচি কুঁচি করে টিভির পেছন দিয়ে ভরে দিয়েছে”
আজকে শুধু ভাবলাম, এই যে ৮-১২ বছর বয়সে আমি এমন ভাবতাম আর বলতাম, এগুলো আমার মাথায় দিল কে?
কে, কে…. কে সেই ক্রিমিনাল?
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)।
Leave a Reply