বুধবার, ২৮ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশালের চকবাজারে অবস্থিত বিউটি সিনেমা হলের জমি নিয়ে ভুয়া দলিল তৈরি করে দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সৈয়দ আশিক চৌধুরী। তিনি দাবি করেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সহায়তায় এই দখলচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেয়াই এবং বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা কাজী মফিজুল ইসলাম কামাল ওরফে কে কে কামাল জেল হাজতে থেকেও পুরো চক্রটি নিয়ন্ত্রণ করছেন। তার ঘনিষ্ঠ সহযোগী আবুল হাসান কুদ্দুস, কালাম মল্লিক ও রাকিব মল্লিক ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করছে।
তিনি আরও বলেন, আদালতের রায় তার (আশিক চৌধুরী) অনুকূলে আসার পরও প্রতিপক্ষ ক্যাডার ও ছাত্রলীগ নেতাদের ব্যবহার করে জমির সংস্কার কাজে বাধা দেয়। এমনকি হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি চালানো হচ্ছে।
চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আশিক চৌধুরী বলেন, এখন পর্যন্ত জমিটির মালিকানা নিয়ে তিনটি ভুয়া দলিল তৈরি করা হয়েছে, যেগুলোর কোনোটিরই রেকর্ড সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া যায়নি। সর্বশেষ গত মার্চ মাসে প্রতিপক্ষ একটি নতুন জাল দলিল তৈরি করে ৯ কোটি ৭৬ লাখ টাকায় জমি কেনার দাবি করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতারণামূলক।
এই ঘটনায় কে কে কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সৈয়দ আশিক চৌধুরী এই বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখলের অভিযোগ নতুন নয়, তবে এ ঘটনায় ক্ষমতাসীন দলের একজন নেতার নাম উঠে আসায় এটি নতুন মাত্রা পেয়েছে। স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা।
আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী আশিক চৌধুরী। তিনি বলেন, “দুদক ও প্রশাসনের কাছে আমার প্রত্যাশা, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন করবে।”
Leave a Reply